আন্তর্জাতিক

ইয়েমেনে বিস্ফোরণে শিশুসহ নিহত ১২

ইয়েমেনে বিস্ফোরণে শিশুসহ নিহত ১২ - West Bengal News 24

ইয়েমেনের মারিব প্রশাসনিক বিভাগের ইয়েমন সিটির একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের।

এদিকে এই ঘটনার জন্য মারিব প্রশাসন হুতি বিদ্রোহীদের দায়ী করছে। তাদের দাবি হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে দগ্ধ অনেককে মারিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ জনের মৃত্যু হয়। তার মধ্যে ৫ জন শিশু। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের বর্ণনা মতে, যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে অনেক মানুষ ছিল। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিব প্রশাসন জানিয়েছে নিহতের সংখ্যা ১৪ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী কাসেম বুহাবে টুইট বার্তায় লিখেছেন, ‘মারিবে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় ১৭ জনের বেশি মারা গেছে। আহত হয়েছে অনেকে।’

অবশ্য এ বিষয়ে হুতি বিদ্রোহীদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত মারিব অঞ্চল। যেটা দখলে নেওয়ার জন্য ২০১৪ সাল থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন ::

Back to top button