হুগলি

তুলকালাম পান্ডুয়া হাসপাতালে! রোগীর মৃত্যুতে মার খেতে হল চিকিৎসকদের

তুলকালাম পান্ডুয়া হাসপাতালে! রোগীর মৃত্যুতে মার খেতে হল চিকিৎসকদের - West Bengal News 24

পাণ্ডুয়ায় চিকিত্‍সায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া হাসপাতালে। যুবকের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে চিকিত্‍সকদের। এর প্রতিবাদে গর্জে ওঠেন যুবকের আত্মীয় পরিজনরা। চিকিত্‍সকদের ঘিরে ধরে চলে মারধর। বুকে ব্যথা অনুভব করায় আজ সকালে পাণ্ডুয়া হালপাতালে ভর্তি হন শেখ ইসলাম।

বছর ২৮-‌এর যুবক শেখ ইসলাম সোনার কাজ করতেন গুজরাটে। ইদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। মৃত যুবকের আত্মীয়দের কথায়, বুকে ব্যথা ওঠায় পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সক শিবশঙ্কর রায় তাঁকে দেখভাল করছিলেন। ইসিজি করারও নির্দেশ দেন ডাক্তারবাবু।

তারপরেই আমাদের ছেলেকে একসঙ্গে ৪ টি ওষুধ খাওয়ানো হয়। ওষুধগুলি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় শেখ ইসলাম। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই জিটি রোড আটকে শুরু হয়ে যায় অবরোধ। চিকিত্‍সকদের মারধর থেকে শুরু করে পাণ্ডুয়া হাসপাতালে ভাঙচুরও চালানো হয়।

ঘটনা সামলাতে আসে পাণ্ডউয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে অবরোধ ওঠান। এই ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হন।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button