জাতীয়

করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিলেন পুত্রবধূ

করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিলেন পুত্রবধূ - West Bengal News 24

করোনার ভয়াবহতায় বিচ্ছিন্ন অনেক ঘটনা সামনে এসেছে। কোভিড-১৯-এ আক্রান্ত স্বজনকে বাড়িতে বা বাড়ির বাইরে ফেলে পরিবারের পালিয়ে যাওয়ার বহু ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এবার ভিন্ন ঘটনা সামনে এলো, করোনায় আক্রান্ত শ্বশুরকে পিঠে করে হাসপাতালে নিয়ে গেলেন পুত্রবধূ।

আসামের ওই পুত্রবধূর নাম নীহারিকা। জানা গেছে, নীহারিকার স্বামী সূরজ চাকরি কারণে রাজ্যের বাইরে থাকেন। এতে নীহারিকাই সংসারের দেখাশোনা ও সব কাজ করেন। এর মধ্যে ৭৫ বছর বয়সী শ্বশুর থুলেশ্বরের জ্বর ও করোনার উপসর্গ দেখা দিলে নীহারিকা তাকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার জন্য অনেকের সাহায্য চেয়েও পাননি।

তাই শ্বশুরকে পিঠে করে তিনি রওনা হন স্বাস্থ্যকেন্দ্রে। আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়লে আসামের অভিনেত্রী থেকে শুরু করে বিহার, মুব্বাই, চেন্না থেকে বহু মানুষ তার প্রশংসা করেন। সেই সঙ্গে ভারত সরকারের অব‌্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন অনেকে।

হাসপাতালে নেওয়ার পর থুলেশ্বরবাবুকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শুধু শ্বশুরের নয়, পরীক্ষায় নীহারিকারও করোনা পজিটিভ আসে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র থেকে থুলেশ্বরবাবুকে হাসপাতাল ও নীহারিকাকে হোম আইসোলেশনে পাঠানো হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য