নদীয়া

গত কালকের ঝড়ে বেশকিছু বাড়ি সহ চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মলয় দে

গত কালকের ঝড়ে বেশকিছু বাড়ি সহ চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি - West Bengal News 24

ইয়াস না আসলেও, প্রতিদিন বিকালে ঝড় জলে ক্ষয়ক্ষতির পরিমাণ একত্রিত করলে তা ইয়াসের থেকে কোন অংশে কম নয়! জেলার কল্যাণী রানাঘাট শান্তিপুর চাকদা সহ আরো বিভিন্ন স্থানে ক্ষতি হচ্ছে প্রায় প্রতিদিনই।

গতকালকের বিকেলের ঝড়ে ফুলিয়া টাউনশিপের ১৬ বিঘের কলাবাগানের মধ্যে প্রায় অর্ধেক কলাগাছ মাটির সঙ্গে মিশে গেছে। সবে মাত্র মোচা কেটে নেওয়া হয়েছে এরপর বাড়তে শুরু করেছে কলা স্বভাবতই চার মাস ধরে সার ওষুধ, জন মজুরের পরিচর্যা পরিশ্রম দিয়ে বড় করা গাছ, ঝড়ে ভেঙে বীভৎস ক্ষতি করে দিয়ে গেল চাষির।

বেশ কিছু বাড়িঘরের ক্ষতির খবরও পাওয়া গেছে, পাট চাষীদের ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় ঝরে পাট গাছের কান্ড ভেঙে গেলে, তা নষ্ট হয় ।

স্থানীয় প্রধান উৎপল বসাক ঘটনাস্থল পরিদর্শন করে, বিডিও কে জানিয়ে সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন চাষীদের।

আরও পড়ুন ::

Back to top button