নদীয়া

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, জেলা জুড়ে চলছে “একশত আহার”

মলয় দে

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে, জেলা জুড়ে চলছে “একশত আহার” - West Bengal News 24

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলীয়কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, রাজনীতি ভুলে এ সময় মানুষের পাশে থাকার জন্য। সেই মতই বিভিন্ন শাখা এবং গণসংগঠনও তাদের নিজেদের মতন করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। সরকারি প্রকল্প মা ক্যান্টিন চালু হয়েছে বেশ কিছু জায়গায়।

তবে সেটা বিধানসভা ভিত্তিক একটি করে। সরাসরি ব্লকে বা শহরে পৌঁছানোর জন্য নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ উদ্যোগ নিয়েছেন জেলার ১৮ টি ব্লক এবং এগারোটি শহরে আলাদা আলাদা দিনে, জেলা সভাপতি রাকেশ পাড়ুই এবং জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রায় প্রত্যেক দিন জেলার কোন একটি শহরে অথবা ব্লকে দুপুরে ১০০ জনের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে আসছে বিগত প্রায় ১৫ দিন যাবত।

আজ নদীয়ার ফুলিয়ায় উদ্বাস্তু কো-অপারেটিভ মার্কেটের সামনে রিয়ঙ্কা দাস ঘোষের তত্ত্বাবধানে তৃণমূল st.sc.obc সেলের সহযোগিতায় বিভিন্ন কর্মহীন পরিবারের ১০০ জন সদস্যকে আজ দুপুরের মধ্যাহ্নভোজের ফয়েল প্যাক তুলে দেওয়া হয়। প্রত্যেককে স্যানিটাইজার এবং মাস্ক প্রদানের মাধ্যমে, সরকারি স্বাস্থ্ বিধি কথা মনে করিয়ে দেওয়া হয় আর একবারের জন্য।

আরও পড়ুন ::

Back to top button