জানা-অজানা

বিড়ালের কোন ইঙ্গিতে কী বিপদ হয়!

বিড়ালের কোন ইঙ্গিতে কী বিপদ হয়!

আধুনিক যুগে মানুষ আদিকালে কুসংস্কারকে এখন আর তেমন পাত্তা দেয় না। কিন্তু সমাজে এখনো কিছু আদিকালের ধ্যান ধারণার মানুষ রয়েছে যারা কিনা সেটা এখনো বিশ্বাস করে। যেমন, বিড়ালকে নিয়ে অনেক রকমের কুসংস্কার রয়েছে।

এই বিড়ালকে বিশেষ গুরুত্ব দেয়া হয় শাকুন শাস্ত্রে। এই শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, বিড়ালের বেশ কয়েকটি ইঙ্গিত মানুষের জন্য অশুভ বলে বিশ্বাস করা হয়।

অপরদিকে, বিড়ালের দেয়া একটি ইঙ্গিত শুভ বলেও মনে করা হয়।

১. শুয়ে থাকা অবস্থায় যদি কোনো মানুষকে বিড়াল টপকে পালিয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে মৃত্যুর সমান যন্ত্রণা ভোগ করতে হতে পারে।

২. শুয়ে থাকা অবস্থায় কোনো মানুষের পায়ের কাছে এসে যদি বিড়াল গন্ধ শুঁকে তাহলে শরীর খারাপ হতে পারে। আর মাথা চাটলে বড় শাস্তি পেতে হতে পারে।

৩. শুয়ে থাকা অবস্থাতে কোনো বিড়াল দেখলে আপনাকে অদূর ভবিষ্যতে অনেক দুশ্চিন্তার মোকাবিলা করতে হতে পারে।

৪. আপনি যদি কোনো বিড়ালকে কাঁদতে দেখেন, তাহলে আপনার কোনো বিপদ হতে পারে।

৫. যদি কোনো জায়গায় রওনা দেওয়ার সময়ে বিড়ালের মুখে মাংসের টুকরো দেখলে সব কাজ ব্যর্থ হতে পারে।

৬. বাচ্চাসহ সমেত বিড়াল দেখা দিলে আপনার কোনো পুরনো বন্ধু বা বিশেষ আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হতে পারে।

উল্লেখ্য, উপরন্ত বিষয় গুলো আধুনিক যুগের মানুষ বিশ্বাস করে না। অপরদিকে, এখনো কিছু মানুষ আছে যারা এটা বিশ্বাস করে। তারা সংখ্যায় খুবই কম।

আরও পড়ুন ::

Back to top button