Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

জন্মদিনে এমিলিয়ার পোশাকে সোনম

Sonam Kapoor : জন্মদিনে এমিলিয়ার পোশাকে সোনম - West Bengal News 24

এবারের জন্মদিনে (৯ জুন) নিউ জিল্যান্ডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমিলিয়া উইকস্টেডকেই পছন্দ করলেন বলিউডের ‘স্টাইল চিক’ খ্যাত সোনম কাপুর। এবার যে পোশাকটা পছন্দ করেছেন ওটার প্রশংসায় ভাসছেন এখনও।

নেটিজেনরাও লুফে নিয়েছেন ভিনদেশি এ ফ্যাশন। আর এ পোশাকের দামটাকে যুৎসই বললে খুব একটা ভুল হবে না। ফুলের নকশার পোশাকটির জন্য সোনমকে গুনতে হয়েছে ১ লাখ ৩৪ হাজার রুপি।

পাফি সোলডারের সঙ্গে ক্রপড টপ। সেটাও আবার বেশ ডিটেইলে করা। সঙ্গে ফ্লেয়ারড স্কার্ট। হালকা-পাতলা গ্রীষ্মের জন্য একদম মানানসই বটে।

এদিকে জন্মদিনের পোশাকে একচোট ফটোসেশনও সেরে ফেলেছেন সোনম। ইনস্টাগ্রামে লাখের ঘরে লাইক।

এদিকে খবরে জানা গেলো, কদিন আগে সোম মাখিজার পরিচালনায় ‘ব্লাইন্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন সোনম।

আরও পড়ুন ::

Back to top button