জাতীয়

রাস্তায় কনট্রাক্টরকে বসিয়ে মাথায় নর্দমার ময়লা ঢেলে দিলেন শিবসেনা নেতা

রাস্তায় কনট্রাক্টরকে বসিয়ে মাথায় নর্দমার ময়লা ঢেলে দিলেন শিবসেনা নেতা - West Bengal News 24

বর্ষা এসে গেছে অথচ নর্দমা পরিষ্কার হয়নি! দেখেই ক্ষেপে উঠলেন শিবসেনার বিধায়ক।উত্তর মুম্বইয়ের একটা জলমগ্ন এলাকায় ঠিকাদারকে ডেকে পাঠিয়ে জলকাদার মধ্যেই হাঁটু গেঁড়ে বসালেন। তারপর শিব সৈনিকদের দিয়ে নর্দমা পরিষ্কার করিয়ে ‘অপরাধী’র মাথায় ঢেলে দিলেন যাবতীয় জঞ্জাল। রাস্তার মধ্যে এমন হেনস্থা দেখে লোকে লোকারণ্য। শুধু তাই নয়, উচিত শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ এদিনের গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রত্যক্ষদর্শীরা। এরপরই ভাইরাল হয় সেই ভিডিও।

ভিডিওতে দেখা যায়, বৃহনমুম্বইয়ের কান্ডিভালি অঞ্চলের বিধায়ক দিলীপ পান্ডে একজন ঠিকাদারকে জলমগ্ন রাস্তার ওপরেই বসতে বলছেন। তিনি নির্দেশ মেনে বসার পরই একজন কেউ হেঁটে এসে তাঁকে ঠেলা মারল। সেই ধাক্কা সামলে উঠতেই বিধায়কের নির্দেশে দুজন শিব সৈনিক এসে নর্দমার আবর্জনা এবং পাঁক তুলে এনে ঠিকাদারের মাথায় ঢেলে দিল। জানা যায়, ঠিকাদারকে বলা সত্ত্বেও বর্ষার আগে শহরের নালা নর্দমা পরিষ্কার হয়নি।

ভারি বর্ষণে নর্দমার মুখ বুজে গিয়ে রাস্তায় নোংরা জল আটকে পড়েছে। টহল দিতে এসে সেই দৃশ্য দেখেই উচিত শিক্ষা দিতে ঠিকাদারকে ডেকে পাঠিয়েছেন বিধায়ক। তারপরই এই কাণ্ড। তবে স্বেচ্ছাচারের এমন ভয়ানক দৃষ্টান্তে প্রতিবাদের ঝড় ওঠে নেটদুনিয়ায়। প্রতিক্রিয়ায় শিবসেনা বিধায়ক জানান, ‘মানুষ আমায় ভরসা করে ভোট দিয়েছেন। এলাকা অপরিচ্ছন্ন রাখব তা তো হতে পারে না।’ তাঁর বক্তব্য, ঠিকাদার কথা রাখেনি।

বর্ষার শুরুতেই নর্দমা ভেসে রাস্তায় জল উঠে এসেছে। তাই নিজেই এসেছেন শিব সৈনিকদের নিয়ে। নর্দমা পরিষ্কার করে এলাকার হাল ফিরিয়ে নিজের দায়িত্বটুকু পালন করতে চেয়েছেন। উল্লেখ্য, গত ২৫ বছর ধরে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে বহাল রয়েছে শিবসেনা। বিধায়ক এদিন জানান, ঠিকাদারের গাফিলতিতেই এলাকাবাসীর এমন দুর্ভোগ। তাই ডেকে পাঠিয়ে তাঁকে রাস্তা পরিষ্কার পর্যবেক্ষণ করালেন কিছুক্ষণ।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button