জাতীয়

সুখবর ঝাড়খণ্ডে, গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনেরও মৃত্যু হয়নি সেখানে

সুখবর ঝাড়খণ্ডে, গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনেরও মৃত্যু হয়নি সেখানে - West Bengal News 24

কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের দাপটে অন্য কিছু রাজ্যের মতোই বেহাল দশা ছিল ঝাড়খণ্ডেরও। আজ, রবিবার এল সুখবর। এ বছরে আজই প্রথম, কোভিডে কারও মৃত্যু হয়নি এ রাজ্যে। ঝাড়খণ্ডের কোভিড-বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৩৯ জন।

ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৩ হাজার ৩০৪। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩৯৬৬। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪৯৩ জন। ফলে মোট সুস্থতা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৩৪ হাজার ২৫৬। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি সে রাজ্যে। গতকাল ছিল মোট মৃতের সংখ্যা ৫০৮২, আজও তাই আছে।

রাজ্যটিতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ। এ পর্যন্ত প্রায় এক কোটি মানুষের কোভিড টেস্ট হয়েছে। এখন ঝাড়খণ্ডে লকডাউন ও কিছু বিধিনিষেধ চলছে। ১৭ জুন পর্যন্ত এমনটাই চলার কথা। মৃত্যু না হলেও সেই নির্দেশে কোনও বদল নেই বলেই জানিয়েছে প্রশাসন।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button