কাজ খুব দরকার: মধুমিতা
লকডাউনে জীবন একদম অন্যরকম হয়েছে তার। বলছি ছোট পর্দার বোঝে না সে বোঝে না ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া পাখি চরিত্র খ্যাত মধুমিতা সরকারের।
যিনি কিনা বর্তমানে চলচ্চিত্রেও কাজ করছেন। লকডাউনের এই সময়ে সোমবার কিচ্ছু করার নেই মধুমিতার। মঙ্গলবারও তেমন কিছু নেই। বুধবারে? না, তাও নেই। বৃহস্পতি, শুক্র, শনি, রবি.. কিচ্ছু করার নেই। এবং তা জানিয়ে একটি ভিডিয়ো রিল করে ফেললেন অভিনেত্রী। ১৫ লাখের বেশি ফলোয়ার অভিনেত্রীর। একটা ছবি পোস্ট করতে না করতে লাখো-লাখো রিঅ্যাকশন।
‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। কিছুদিন আগে মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘চিনি’। তবে লকডাউনের বেকার সময়ে বই পড়ে কাটিয়েছেন গোটা লকডাউন। বিধিনিষেধের জন্য বেশ কিছু শুটও আটকে গেছে তার। ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করবে বলে দেড় মাসের এক কোর্স করবেন বলেও ভেবেছিলেন মধুমিতা। তাও আপাতত বন্ধ।
লকডাউনের পর কী করবেন জবাবে মধুমিতা বলেন, কাজ খুব দরকার। অনেক শুট একেবারে আটকে রয়েছে। আমি যখন ক্যারিয়ারে ঠিকঠাকভাবে শুরু করলাম, তারপর সব লকডাউন আর করোনা…অরুণাচল যেতে পারি, একটা প্ল্যান আছে…দেখি কী হয়।