খেলা

করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়

Copa America 2021 : করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড় - West Bengal News 24

কোপা আমেরিকার এবারের আসর নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল স্বাগতিক ব্রাজিলসহ সবগুলো দল। এসব মাথায় নিয়েই শুরু হয়েছে আসর। শুরুর ধাক্কাটা ছিল ভেনিজুয়েলার মোট ৮ জন খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়া।

এরপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল এর মাত্রা বাড়ার। সেটিই হলো। এরই মধ্যে ৩১ জন খেলোয়াড় আক্রান্তের খবর পাওয়া গেছে। এর সঙ্গে টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরও ১০ জন করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যে ১০ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছে তারা সবাই ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচের দায়িত্বে ছিল।

ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচের আগে করোনা শনাক্তের খবর আসে বলিভিয়ার তিন খেলোয়াড়ের। জৈব সুরক্ষা বলয়ে থাকার পরও ছড়িয়ে পড়েছে মহামারি রূপে।

এমনিতেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি চরমে পৌঁছেছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছে দেশটিতে। এমন পরিস্থিতিতেও কেন কোপা আমেরিকার আসর আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলে আনা হলো সেটাই বড় প্রশ্ন!

সূত্র : এএফপি

আরও পড়ুন ::

Back to top button