আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে - West Bengal News 24

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ মহামারিতে মৃত্যু ছাড়াল ছয় লাখ।

করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ৪০ লাখ লোকের মৃত্যু হয়েছে, এর প্রায় ১৫ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। সোমবার দেশটি মৃত্যুর এই বেদনাদায়ক মাইলফক পার করেছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৩২ জনের।

শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর আছে যথাক্রমে ভারত ও ব্রাজিল; আর মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে ভারত।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক টিকা আওতায় আসায় সেখানে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

শোক, দীর্ঘায়িত রোগ লক্ষণ, অর্থনৈতিক ক্ষতি ও লকডাউনের মধ্যে বিচ্ছিন্নতার শিকার হলেও এক বছরেরও বেশি সময় ধরে চল অসুস্থতা ও লকডাউন থেকে বের হয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন দেশটির নাগরিকরা।

আরও পড়ুন ::

Back to top button