রাজ্য

করোনা ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সহজ করতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার

 

করোনা ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সহজ করতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার - West Bengal News 24

টিকাকরণে জোর দিতে চাইছে রাজ্য। আর তাই নয়া অ্যাপ আনল রাজ্য সরকার। এবার থেকে আর কো-উইনের উপর নির্ভর করে থাকতে হবে না। সিভিআর অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত ও টিকা নেওয়ার স্লট বুক করতে পারবেন রাজ্যবাসী। টিকা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ম্যাসেজেও স্লট বুক করা যাবে। 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই ধাপে ধাপে টিকা কেন্দ্র ও টিকা নেওয়ার স্লট বুক করে নিতে পারবেন ইউজাররা।

অ্যাপটির উদ্বোধন করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রের কো-উইনের মতোই এই অ্যাপে ঢুকলে নিজের নাম ও পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কখন ও কোথায় কোন তারিখে টিকা নিতে চান, সেই সময় বেছে নিতে হবে। ইতিমধ্যেই কো-উইন এর পাল্টা বেনভ্যাক্স নামের একটি পোর্টাল এনেছে রাজ্য।

টিকা সংক্রান্ত গবেষণাতেও সাহায্য করবে পোর্টালটি। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের দিন কবে তা এই পোর্টালের মাধ্যমে আগাম মেসেজ পাবেন গ্রাহকরা। আবার কারও প্রতিষেধক নেওয়ার রেজিস্ট্রেশন করা থাকলে, মেসেজ পাঠিয়ে জানানো হবে টিকা নিতে কবে, কখন, কোথায় পৌঁছে যেতে হবে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button