হাওড়া

এবার ‘রেড ভলান্টিয়ার্স’-এর পালটা তৃণমূলের ‘নীল ওয়ারিয়রস’

এবার ‘রেড ভলান্টিয়ার্স’-এর পালটা তৃণমূলের ‘নীল ওয়ারিয়রস’ - West Bengal News 24

একুশের নির্বাচনে শূন্য বামেরা। কিন্তু জনসংযোগের খামতি রাখতে চাইছে না রেড ভলেন্টিয়ার্সরা। কিন্তু এবারে রেড ভলেন্টিয়ার্সদের পাল্টা তৃণমূলের ‘ব্লু ওয়ারিয়রস’ বা ‘নীল যোদ্ধা’।

হাওড়া পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সম্প্রদায়ের যুবক-যুবতীদের নিয়ে এই নীল যোদ্ধা বাহিনী তৈরি করা হয়েছে। নেতৃত্বে খোদ প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন বোরো চেয়ারম্যান সৈকত চৌধুরী। ইতিমধ্যেই টিমে যোগ দিয়েছেন মোট ১৭ জন যুবক-যুবতী।

কোভিড আক্রান্ত মানুষদের হাসপাতালে ভর্তি করা থেকে সেফ হোমে পাঠানো, আইসোলেশনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নেওয়া থেকে বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, প্রয়োজনে ওষুধ পৌঁছে দেওয়া সহ এমনকী অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, সমস্তটাই করছেন তাঁরা।

সৈকত চৌধুরীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাওড়া তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী ও হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। এ বিষয়ে সৈকত চৌধুরী জানান, ‘আমরা কোনও রাজনৈতিক দলকে কাউন্টার করার জন্য ব্লু ওয়ারিয়রস তৈরি করিনি। করোনা পরিস্থিতিতে মানুষকে পরিষেবা দিতেই এই কাজ করে চলেছি।’

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button