Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কলকাতা

ইন্দ্রনীল-ইশা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশা সাহা

Ishaa Saha : ইন্দ্রনীল-ইশা প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ইশা সাহা - West Bengal News 24

কদিন ধরেই টলিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশতের আলাদা থাকার খবর শোনা যাচ্ছে। আরেক তরুণ অভিনেত্রী ইশা সাহার কারণেই নাকি তাদের সংসারে ভাঙনের সুর। ইন্দ্রনীল সেনগুপ্ত নাকি ইশার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন।

শুরুতেই বিষয়টি অস্বীকার করেছিলেন ইন্দ্রনীল-ইশা। আর ১৩ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার বিশয়টি নেহাত গুজব বলে উড়িয়ে দেন অভিনেতা।

চুপ থাকার পাত্রী নন সোয়েটার খ্যাত নায়িকা ইশা সাহা। তিনি গণমাধ্যমকে বলেছেন, এসব ঘটনায় আগে মন খারাপ হতো। একদম নতুন ছিলাম তো। তখনও নায়ক বা পরিচালকদের নিয়ে আমার সম্পর্কে নানা কথা রটানো হতো। এখন গা সয়ে গেছে। এখন শুনতে হয়, অভিনেত্রী হওয়ার সঙ্গে গুজব রটা নাকি প্যাকেজে আসে।

ইশা সাহা বলেন, অভিনয় করি বলে, কাজ করি বলেই এ সব রটনা রটে। কাজ করি বলেই মানুষ আমাদের চেনে। অভিনয় করব বলেই এই জগতে পদার্পণ। তাই সুযোগ এলে কাজ তো করবই। কিন্তু মাথার মধ্যে তো এই ভুলভাল খবরগুলো ঘুরবেই।

আরও পড়ুন ::

Back to top button