কলকাতা

আত্মহত্যার হাত থেকে যুবককে বাঁচাল কলকাতা পুলিশ

আত্মহত্যার হাত থেকে যুবককে বাঁচাল কলকাতা পুলিশ - West Bengal News 24

হাতে কাজ নেই। তাই ১০০ ডায়ালে ফোন করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন যুবক। শেষ অবধি লালবাজারের তত্‍পরতায় প্রাণে বাঁচল আলিপুর রোডের যুবক।

জানা গেছে ওই যুবক পেশায় গাড়ি চালক। গত বছর লকডাউনের সময় থেকেই আর্থিক অবস্থা খারাপ ছিল যুবকের। কাজ মিলছিল না। এবারও একই পরিস্থিতি। তাই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাত্‍ই ওই যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

এরপরই ওই যুবক ফোন করেন ১০০ ডায়ালে। জানান, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। এরপরই যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরেই তাঁর ঠিকানা জানতে পারে পুলিশ। লালবাজারের পক্ষ থেকে আলিপুর থানাকে বিষয়টি জানানো হয়। আলিপুর রোডে বাড়ির দরজায় ধাক্কা দিয়ে যুবককে বের করে নিয়ে আসা হয়।

এরপর যুবককে আলিপুর থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করানো হয়। পুলিশের পরামর্শ, কেউ যদি মানসিক অবসাদে ভোগেন, তিনি যেন সঙ্গে সঙ্গেই ১০০ ডায়ালে ফোন করেন। তাঁর পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে তাঁকে সহযোগিতা করবে পুলিশ।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button