খেলা

প্রথম বাঙালি হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে দেশের নাম উজ্জ্বল করলো অনির্বাণ লাহিড়ী

প্রথম বাঙালি হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে দেশের নাম উজ্জ্বল করলো অনির্বাণ লাহিড়ী - West Bengal News 24

টোকিও অলিম্পিক ২০২১-য়ে আসন কনফার্ম করলেন ভারতের কিংবদন্তী গলফ তারকা অনির্বাণ লাহিড়ী। এই নিয়ে তিনি টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। টোকিও গেমসের অন্তিম ক্রমতালিকায় সেরা স্থান তিনি দখল করেছেন। আজ এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এই ভারতীয় গলফ তারকা ৬০ নম্বর জায়গাটা পাকা করেছেন। এটাই ছিল অলিম্পিকে যোগ্যতা নির্ধারণের অন্তিম সংরক্ষিত জায়গা হিসেবে ছিল।

অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ভারতের হাতে একটাই জায়গা ফাঁকা ছিল। সেই জায়গাটা অবশেষে দখল করে নিলেন অনির্বাণ।

এমন সুযোগ পাওয়ার পর এই বাঙালি গলফ তারকা বললেন, “প্রথমে তো টোকিও অলিম্পিকে এই সুযোগটা পাওয়ার পর আমি যারপরনাই বিস্মিত হয়েছিলাম। আমি ভাবিইনি যে এই সুযোগটা আমি পাব। সেইসঙ্গে ভারতীয় পতাকার হয়ে আরও একবার প্রতিনিধিত্ব করতে পারব।”

অনির্বাণ ছাড়াও এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক টুর্নামেন্টে নিজের জায়গা পাকা করেছেন অদিতি অশোক। গত ২৯ জুন অলিম্পিক ক্রমতালিকা নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল, সেখানেই ভারতের এই মহিলা গলফ তারকার নাম ছিল।

১৯০৪ সালের পর ২০১৬ সালে আবারও রিও ডি জেনেইরোতে আয়োজিত অলিম্পিক টুর্নামেন্টে গলফ খেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সূত্র : এই সময়

আরও পড়ুন ::

Back to top button