মাস্ক না চরম চরম কটাক্ষের মুখে অঙ্কিতা
মুম্বইতে এক প্রযোজকের অফিসের সামনে হাজির হয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। প্রযোজকের অফিসের সামনে হাজির হয়ে কেন মাস্ক পরেননি, তা নিয়ে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। করোনার দ্বিতীয় ঢেউ যখন দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে, সেই সময় অভিনেত্রী কেন মাস্ক পরে বের হননি, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এমনকী, মহারাষ্ট্রের (Maharashtra) মতো জায়গায় থেকেও, অঙ্কিতা কীভাবে এত সাহসী হতে পারেন মাস্ক না পরে, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা (Netizen)। যদিওকটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা মুখ খোলেননি অঙ্কিতা লোখন্ডে।
View this post on Instagram
সম্প্রতি বিগ বসে (Big Boss) অঙ্কিতার প্রবেশ নিয়ে প্রকাশ্যে আসে একটি খবর। যেখানে জানা যায়, এবার বিগ বস ১৪-র ঘরে নাকি অঙ্কিতা লোখন্ডে এবং রিয়া চক্রবর্তী একসঙ্গে প্রবেশ করবেন। সুশান্ত সিং রাজপুতের দুই বান্ধবী কি তাহলে এবার বসের ঘরে একসঙ্গে প্রতিযোগী হবেন, তা নিয়ে গু ঞ্জন শুরু হয়েছে জোর কদমে।
সূত্র : লেটেস্ট লি