নদীয়া

মানেকা গান্ধী ইস্যুতে নদিয়ায় পালিত হল ব্ল্যাক ডে

Maneka Gandhi Issue : মানেকা গান্ধী ইস্যুতে নদিয়ায় পালিত হল ব্ল্যাক ডে - West Bengal News 24

২৩শে জুন বুধবার ভেটেনারি চিকিৎসকদের সংগঠন বিভিন্ন জেলায় পালন করল কালা দিবস। নদীয়া জেলার কৃষ্ণনগরেও পালিত হলো কালো ব্যাজ করে ব্ল্যাক ডে । প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক দের দাবি অনুযায়ী, ভেটেনারি ডাক্তাররা শল্য চিকিৎসক হয়ে থাকেন, চিকিৎসার ভুলত্রুটি উপযুক্ত প্রমাণ না দেখেই সাংসদ মানেকা গান্ধী অকথ্য ভাষায় গালিগালাজ করেন উত্তরপ্রদেশের বিকাশ শর্মা নামে এক ভেটেনারি চিকিৎসককে! তারা বলেন,

  • বিচার-বিবেচনা না করে মন্তব্য করা!
  • চিকিৎসকের প্রতি অশালীন মন্তব্য এমনকি গালাগালি করা!
  • অসুস্থ প্রাণীটির চিকিৎসারত চিকিৎসককে অহেতুক বিব্রত করে বাধা সৃষ্টি করা!

তথাকথিত প্রানী প্রেমী হয়েও একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাণী চিকিৎসককেই অশ্রাব্য ভাষায় অসম্মান করা। Bonafide MP হ‌ওয়া সত্ত্বেও অসাংবিধানিক ভাষা প্রয়োগ করা’র বিরুদ্ধেই আজকের কালা দিবস পালন।

যদিও অডিও রেকর্ডিংয়ে সত্যাসত্য যাচাই করিনি আমরা। অন্যদিকে মানেকা গান্ধীর প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়ে ওঠেনি!

তবে, একাধিকবার উত্তরপ্রদেশের পিলভিট থেকে সাংসদ হওয়া একসময়ের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হয়ে পরিবেশ রক্ষার্থে একাধিক কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। বনজ দ্রব্য বা বন্যপ্রাণী চোরাচালান রুখতে তার ভূমিকা সকলেরই জানা। তাহলে কেন আবেগপ্রবণ হয়ে অত্যন্ত বেদনায় অপমানিত করে ফেলেছেন তাদের! প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button