জাতীয়

তামিলনাড়ুর প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ফিরলেন বাড়ি

তামিলনাড়ুর প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ফিরলেন বাড়ি - West Bengal News 24

করোনার দ্বিতীয় তরঙ্গের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে ডেল্টা প্লাস স্ট্রেনের সংক্রমণে। এর মধ্যেই তামিলনাড়ুর প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ঘরে ফিরলেন। ৩২ বছরের চেন্নাইয়ের সেই নার্স ৪ মে করোনা পরীক্ষা করান। পজিটিভ আসার পর ১৯ মে রিপোর্ট নেগেটিভ আসে।

রাজ্যের স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, ‘তিনি সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন। রাজ্যে তিনজনের মধ্যে উনিই প্রথম ডেল্টা প্লাস-এ আক্রান্ত হন। কোভিড সেরে যাওয়ার পর শারীরিক জটিলতাও মুক্ত হয়েছে। এমনকি তাঁর বাড়ির এবং কর্মক্ষেত্রের সকলেই কোভিডমুক্ত এখন।’

মে মাসেই তামিলনাড়ুর ১১০০ জন কোভিড রোগীর নমুনা বেঙ্গালুরুর ল্যাবে পাঠানো হয়। এখনও পর্যন্ত ৭৭০ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। জিনোম সিকোয়েন্সের পর ধরা পড়ে ৫৫৬ জনের মধ্যে করোনার ডেল্টা প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে। এদের মধ্যে ডেল্টা প্লাস স্ট্রেন ধরা পড়ে।

দ্বিতীয় তরঙ্গের মধ্যেই ডেল্টা প্লাস-এর সংক্রমণ ২২ থেকে এক লাফে ৪০ এর ঘরে পৌঁছায় বুধবার। উদ্বেগ প্রকাশ করে মধ্যপ্রদেশ, কেরল, মহারাষ্ট্রে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেয় কেন্দ্র। এরপরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, কর্নাটকেও ডেল্টা প্লাস-এ আক্রান্তের খোঁজ মিলেছে।

তৃতীয় তরঙ্গ রুখতে এই রাজ্যগুলোকে টিকাকরণের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে কড়া কোভিড বিধি মেনে কনটেনমেন্ট জোন তৈরি করে নজরদারির আদেশও দেওয়া হয়েছে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button