রাজ্য

‘কাশ্মীর থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? কেন্দ্রকে তোপ মমতার

‘কাশ্মীর থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? কেন্দ্রকে তোপ মমতার - West Bengal News 24

এবার কাশ্মীর ইস্যু নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাশ্মীরের সর্বদল বৈঠক প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে খুব একটা বেশি অবগত নই। তাই আমি কোনও মন্তব্য করতে পারব না।’ এরপরই তিনি বলেন, ‘কাশ্মীর থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? কোভিডের মতো কাশ্মীর ইস্যু নিয়েও মোদি সরকারের সমালোচনা হয়েছে।

যদি মানুষের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয় তাহলে দেশের কোনও অর্থই থাকে না। এই একনায়কতান্ত্রিক মনোভাবের জেরে বিশ্বেও ভারতের বদনাম হয়েছে।’

প্রসঙ্গত, ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফারুক আব্দুল্লাহর মতো নেতাকেও নিজের সহমর্মিতা জানান মমতা। আর আজ সেই কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকের দিন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা ব্যানার্জি। আজ এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেউ বিজেপির বিরুদ্ধে কথা বললেই তাঁকে দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে। মমতার এদিনের বক্তব্য বিরোধী পালে ফের কিছুটা হাওয়া দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button