আন্তর্জাতিক

সংক্রমণ বাড়ায় ফের মাস্ক বাধ্যতামূলক করল ইসরায়েল

সংক্রমণ বাড়ায় ফের মাস্ক বাধ্যতামূলক করল ইসরায়েল - West Bengal News 24

১০ দিন আগে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল ইসরায়েল। সেই বাধ্যবাধকতা ফের আরোপ করা হয়েছে। এমনকি ঘরের ভেতরে থাকলেও পরতে হবে মাস্ক। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার (২৫ জুন) জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুর দিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছিল। পরে সম্প্রতি ফের দিনে শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির করোনা রেসপন্স চিফ নাচমন অ্যাশ বলেছেন, চিন্তার বিষয় হলো সংক্রমণটি ছড়িয়ে পড়ছে।

করোনা প্রতিরোধে সফল দেশগুলোর মধ্যে অন্যতম ইসরায়েল। দেশটিতে করোনায় মারা গেছেন ছয় হাজার ৪০০ মানুষ। পরে লকডাউন ও অন্যান্য করোনা প্রতিরোধী পদক্ষেপের মাধ্যমে সেখানে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে আসে। এছাড়া দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button