জাতীয়

সেই অন্ধকার দিন ভোলার নয়, এমার্জেন্সি নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর

সেই অন্ধকার দিন ভোলার নয়, এমার্জেন্সি নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর - West Bengal News 24

দেশে জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তিতে শুক্রবার ভারতের গণতান্ত্রিক চেতনাকে শক্তিশালী করার পাশাপাশি সংবিধানের মূল্যবোধ বজায় রাখার জন্য শপথগ্রহণের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি নিয়মতান্ত্রিক ধ্বংসের সাক্ষী থেকেছে।’

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন তত্‍কালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ তত্‍কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন। সেই নিয়ে এদিন প্রধানমন্ত্রী সরাসরি তত্‍কালীন শাসক দল কংগ্রেসকে নিশানা করেন। পাশাপাশি বলেন, জরুরি অবস্থার ওই অন্ধকার দিনগুলি কখনও ভোলা যাবে না।

এদিন বিজেপি তরফে একটি ছবির সিরিজ প্রকাশিত করা হয়। যার নাম ‘The Emergency by Indira Gandhi’। সেই সময় সব মিডিয়া, চলচ্চিত্র, গান বন্ধ করে রাখা হয়েছিল। ‘আপনি বিশ্বাস করতে পারেন যে এগুলি নিষিদ্ধ ছিল?’ এই প্রশ্ন করে চন্দ্রশেখর আজাদ ও ভগত্‍ সিং-এর সিনেমা, কিশোর কুমারের গান, রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি, সমস্ত রকমের প্রতিবাদ নিষিদ্ধের সব ছবি সহ পোস্ট করা হয়েছে।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন কংগ্রেসকে নিশানা করেন তিনি। জেপি নাড্ডা লেখেন, এই সময়টা ভারতের গণতন্ত্রের একটি কালো পর্ব। অত্যাচার সহ্য করেও গণতন্ত্রের স্বার্থে লড়াই করে যাওয়া মানুষজনদের আমি শ্রদ্ধা জানাই

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button