Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

‘‌১ ঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারিনি’‌, ক্ষোভ প্রকাশ রবিশঙ্কর প্রসাদের

Ravi Shankar Prasad : ‘‌১ ঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারিনি’‌, ক্ষোভ প্রকাশ রবিশঙ্কর প্রসাদের - West Bengal News 24

কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাতের মধ্যেই নতুন বিতর্ক। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, কমপক্ষে এক ঘণ্টা তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার। টেলিভিশন বিতর্কের ভিডিও পোস্ট করায় কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে, এই কারণেই টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি বলে দাবি করেছেন রবিশঙ্কর।

নয়া ডিজিটাল বিধি নিয়ে টুইটারের সঙ্গে সংঘাত জারি রয়েছে কেন্দ্রীয় সরকারের। সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে ইতিমধ্যেই এ দেশে আইনি রক্ষাকবচ হারিয়েছে টুইটার। আমেরিকার এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটিই প্রথম সংস্থা যাদের উপর থেকে এই রক্ষাকবচ সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জেরে টুইটারে পোস্ট করা সমস্ত টুইটের দায় নিতে বাধ্য থাকবে তারা।

মাস খানেক আগে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, ভারতের আইনকে সম্মান করতে হবে টুইটারকে। সেই সঙ্গে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনও আপস কেন্দ্রীয় সরকার করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিন অভিযোগে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘আমেরিকার ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন ভঙ্গ করা হয়েছে, এমন অভিযোগ এনে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল।’‌

এদিন যখন মন্ত্রী ও তাঁর টিম লগ ইন করতে যান, তখন একটি বার্তা ভেসে ওঠে স্ক্রিনে। সেখানে লেখা ছিল, ‘আপনার টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে একটি অভিযোগের ভিত্তিতে। আপনার পোস্ট করা কনটেন্টে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন লঙ্ঘিত হয়েছে।’‌ রবিশঙ্কর প্রসাদের পাল্টা দাবি, ‘‌টুইটারের এই পদক্ষেপ ভারতে আইটি আইন লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী আমার নিজের অ্যাকাউন্ট ব্লক করার আগে আমাকে একটি নোটিস দেওয়া উচিত ছিল।’‌

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button