লোকাল ট্রেন চালু করার দাবি উঠল এবার হাওড়া ডিভিশনেও। শুক্রবার এমনটাই দাবি তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একদিকে যখন শিয়ালদা ডিভিশনে প্রায় প্রতিদিনই লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ সংঘটিত হচ্ছে, তখন মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম-এর কাছে লোকাল ট্রেন চালুর আবেদন জানান লকেট।
অবিলম্বে লোকাল ট্রেন চালু করার দাবিতে সোনারপুর, মল্লিকপুর ও ঘুটিয়ারিতে দফায় দফায় অবরোধ বিক্ষোভ করেন নিত্যযাত্রীরা। বৃহস্পতিবারের বিক্ষোভ-ভাঙচুরের জেরে তিন ঘণ্টা বন্ধ থাকে স্টাফ স্পেশাল ট্রেন চলাচল। তবে হাওড়া ডিভিশনে তেমন কোনও বিক্ষোভ লক্ষ্য করা যায়নি। কিন্তু শুক্রবার লকেট চট্টোপাধ্যায় দেখা করলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে।
হুগলির সাংসদ এদিন হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবিতে লিখিত আবেদন জানান। এদিন তিনি বলেন, ‘করোনা বিধিনিষেধের জন্য লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এদিকে সকলে স্টাফ স্পেশালে উঠতে পারছেন না। অগত্যা বহু মানুষকে বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে অফিসে।’ বিজেপি সাংসদের দাবি, করোনা পরিস্থিতিতে মানুষের আয় এমনিতেই কমে গিয়েছে, তার ওপর অতিরিক্ত খরচ করে কর্মস্থলে যেতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রসঙ্গত, গত ৬ মে থেকে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। প্রথমে ১৫ দিনের জন্য বলা হলেও পরে পয়লা জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল। স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও, কবে লোকাল ট্রেন চালু করা হবে তা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের একাংশের কথায়, কাজে যেতে গেলে গাড়ি ভাড়া করতে গিয়ে দ্বিগুণ টাকা খরচ হয়ে যাচ্ছে।
যাত্রীদের অনেকেই রেলের স্টাফ স্পেশ্যাল ট্রেনে উঠে পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতেও রেলপুলিশ কর্তাদের হাতে ধরা পড়ে অযথা হয়রানির শিকার হতে হয়। সুত্রের খবর, লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে রাজ্যের পরিবহন সচিবকে চিঠি দিয়েছিল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। সেখানে দাবি করা হয়েছিল, স্টাফ স্পেশাল ট্রেনের অতিরিক্ত ভিড় হচ্ছে।
ফলে সংক্রমণের ঝুঁকি থাকছে। সে কারণেই রেলও লোকাল ট্রেন চালু করার পক্ষে, তবে অপেক্ষা করা হচ্ছে রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনই চালু করা যাবেনা লোকাল ট্রেন। তাহলে ‘দুনিয়ার মানুষের কোভিড হবে’। আর এর পরেই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন বিজেপি সাংসদ।
সুত্র : এই মুহুর্তে