দাঁতনে নাবলিকা ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার পুরোহিত, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে গোটা গ্রাম ঘোরাল এলাকাবাসী
নারী নির্যাতনের সঙ্গে দিনদিন বেড়ে চলেছে শিশু নির্যাতনও। ভগবানের কাছে প্রার্থনা পৌঁছে দিতে যার ভরসা করি আমরা, তাঁর বিরুদ্ধে ৭ বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। ঘটনার খবর জানাজানি হতেই পাড়ায় সালিশি সভা বসিয়ে পুরোহিতের শাস্তি ঘোষণা হয়।
শাস্তি হিসেবে পুরোহিতের গলায় একটি প্ল্যাকার্ড বেঁধে দিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত পুরোহিতকে আটক করে। নির্যাতিতা ওই শিশুকন্যা এখন চিকিৎসাধীন।
পশ্চিম মেদিনীপুর জেলার এক পুলিশ আধিকারিক জানান, ‘অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার তদন্তে নেমেছি।” পুরোহিতের এরকম পৈশাচিক কাজের নিন্দায় সরব হয়ে এলাকার মানুষেরা। সবাই তাঁর উপযুক্ত শাস্তির দাবি করেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, একজন যজমানের বাড়িতে শ্রাদ্ধের কাজে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানে গিয়ে সবার আড়ালে ৭ বছরের এই শিশুকন্যার সঙ্গে অশালীন আচরণ করে সে। নির্যাতিতার পরিবার এই বিষয়ে দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার রাতেই সেই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।
দেখুন সেই ভিডিও :
https://public.app/video/sp_finamde9qtwv3