রাজ্য

তৃণমূলের বড় নেতারা যুক্ত আছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে : দিলীপ ঘোষ

Dilip Ghosh : তৃণমূলের বড় নেতারা যুক্ত আছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে : দিলীপ ঘোষ - West Bengal News 24

রাজ্যে ঘটে গেল এত বড় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড অথচ সিবিআই তদন্ত চাইছে না রাজ্য। আসলে সিবিআই তদন্ত হলে ধরা পড়বে তৃণমূলের বড় নেতারা। তাই মুখ্যমন্ত্রী সিআইডি দিয়ে তদন্ত করিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছেন, এমনটাই জানালেন দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূলকেই নিশানা করছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বড় বড় নেতারা যুক্ত তৃণমূলের। তাই এখন সব নাটক করে চাপা দেওয়ার চেষ্টা চলছে।

নিজেদের পিঠ বাঁচাতে চাইছে তৃণমূলের বড় নেতারা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সারা বিশ্বর কাছে বাংলার মুখ পুড়ে গেল। প্রকৃত সত্য বেরিয়ে আসুক চাইছি আমি। সিবিআই দিয়ে তদন্ত হোক। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে রাজ্য সরকার। করোনার টিকা নিয়ে ব্যবসা চলছে রাজ্যে। ভ্যাকসিন কাণ্ডে ধৃত ব্যক্তিকে নিরাপত্তা দিত রাজ্য।

তৃণমূলের সব নেতারা চিনতেন ওই ব্যক্তিকে। ঘনিষ্ঠতাও ছিল। তাই তো বিভিন্ন অনুষ্ঠানে যেত ওই ব্যক্তি। ছবিও রয়েছে।

কলকাতা পুরসভার নামে সব কাজ করত ওই ব্যক্তি। আর এখন পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান ফিরহাদ হাকিম বলছেন আমি চিনি না, কিছু জানি না। এসব মিথ্যা কথা। কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধানের পদত্যাগ করা উচিত। টিকা নিয়ে কালোবাজারি চলছে, সিন্ডিকেট চলছে।’‌

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button