সম্পর্ক

ভালবাসা নিয়ে বৈজ্ঞানিক কিছু মজার তথ্য

ভালবাসা নিয়ে বৈজ্ঞানিক কিছু মজার তথ্য - West Bengal News 24

সবার জীবনেই কিছু আবেগময় ভালোবাসার গল্প থাকে। ভালবাসা মানুষকে প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী করে তোলে। ভালবাসা একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। এই ভালবাসা সম্পর্কে কিছু বৈজ্ঞানিক মজার তথ্য তুলে ধরা হল:

  • ভালবাসা হার্টরেট বাড়ানোর মাধ্যমে মানুষের ভিতরের ভয় দূর করে।
  • যখন মানুষ প্রিয়জনক ঠোট চুম্বন করে তখন সে মাথা বাম দিকে না নুইয়ে ডান দিকে বাকিয়ে নিয়ে যায় (৬০% ব্যক্তির ক্ষেত্রেই এরকম হয়)
  • যে ব্যক্তি প্রতিদিন সকালে তার স্ত্রীকে চুমু দেয় তারা ৫ বছর বেশি বেঁচে থাকে যারা চুমু দেয় না তাদের চেয়ে।
  • ৫ ভাগের ১ ভাগ ভালবাসা একতরফা হয় যা পরবর্তীতে পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়ে।
  • প্রেমে পড়লে মানুষের মন ও দেহ শান্ত থাকে। তাদের নার্ভস লেবেল উন্নয়ন হয় এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।
  • নতুন প্রেমিক-প্রেমিকাদের হরমোন ডিসঅরডার সমাধানে প্রেমের ভূমিকা অত্যধিক।

আরও পড়ুন ::

Back to top button