টলিউড

মাদকবিরোধী প্রচারণায় ভিডিওবার্তা দিলেন দেব

Dev : মাদকবিরোধী প্রচারণায় ভিডিওবার্তা দিলেন দেব - West Bengal News 24

মাদকের নেশা যুবসমাজকে গ্রাস করছে। তলানিতে নিয়ে যাচ্ছে সমাজের একাংশকে। যেকোনো ধরনের মাদকের বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই দীর্ঘদিনের। এ লড়াইয়ে এবার আনুষ্ঠানিকভাবে শামিল হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের লড়াইয়ে এগিয়ে এলেন তৃণমূলের এই সংসদ সদস্য। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভিডিওবার্তা দিলেন অভিনেতা দেব। তিনি ওই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন।

ভিডিওতে তিনি নিজের ক্যারিয়ারের উত্থান-পতনের বিস্তারিত তুলে ধরেছেন। দেব বলেন, ‘আমি ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখী হয়েছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। ক্যারিয়ারে কখনো ভালো সময়, কখনো খারাপ সময় গেছে। কিন্তু এটা কখনো মনে হয়নি যে আমার মাদক নেয়া দরকার।’

‘বন্ধুরা, একটাই কথা বলব- ড্রাগস কখনো আপনার কঠিন সময়কে সহজ করে দিতে পারে না। আবার এটাও সত্যি, আপনার ভালো সময় আনন্দটাকে দ্বিগুণ করে দিতে পারে না। প্রথম দিনেই ড্রাগসকে না বলুন। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য, বন্ধু-বান্ধবদের জন্য। এটা শুধু আপনাকে নয়, সবাইকে শেষ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জমানো টাকা, ঘর-বাড়ি, সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ, ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসুন। নেশা যদি করতেই হয় তাহলে, খেলাধূলা, গান-বাজনা, ড্রামা, পৃথিবীতে অনেক ভালো ভালো জিনিস আছে। সেটা আপনার মন ভালো করে দিতে পারে।’

পুলিশের মাদকবিরোধী প্রচারণার বিষয়ে দেব বলেন, ‘এটা খুবই সুন্দর উদ্যোগ। কলকাতার মানুষকে কীভাবে ড্রাগস থেকে মুক্তি দেয়া যায়? ড্রাগসকে আমরা কীভাবে না বলতে পারি? ভালো সময় তো সবসময় আসে। খারাপ সময়ে ড্রাগসকে সঙ্গী হিসেবে নেয়া উচিত নয়। মানুষ সব কিছুই পারে। আপনার যদি চান, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনিও এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

তবে শুধু দেব নয়, টলিউডের আরও অনেক তারকা কলকাতা পুলিশের এই উদ্যোগে শামিল হয়েছেন। ভিডিওবার্তায় মাদকবিরোধী প্রচারে অংশ নিয়েছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।

আরও পড়ুন ::

Back to top button