জাতীয়

জুলাই মাসে এই ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, জানুন কারণ

জুলাই মাসে এই ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, জানুন কারণ - West Bengal News 24

করোনার কাঁটায় লকডাউনের গেরো কাটছেই না। প্রয়োজনে রাস্তায় বাড়ির বাইরে বেরোতে গেলে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। তবুও জরুরি কাজকর্ম তো সারতেই হবে। তাই আগেভাগে এই বিষয়টি জেনে রাখা ভাল, আগামী জুলাই মাসে ১৫ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাংক। জানি খবর শুনেই আঁতকে উঠেছেন। ইতিমধ্যে ১৫ দিনের ছুটি নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নোটিস জারি করেছে। – Babil Drops Out Of University: অভিনয় করতে চান, বিশ্ববিদ্যালয় ছাড়লেন ইরফান পুত্র বাবিল

১৫ দিনের ছুটির মধ্যে রয়েছে___

১২ জুলাই- কঙ্গ(রথযত্রা)

১৩ জুলাই- ভানু জয়ন্তী

১৪ জুলাই- দ্রুকপা সেচি

১৬ জুলাই- হরেলা

১৭ জুলাই- ইউ তিরত সিঙ্গ ডে/খরচি পূজা

১৯ জুলাই- গুরু রিম্পচের ঠুঙ্কার সেচে

২০ জুলাই- বকরিদ

২১ জুলাই- বকরি ঈদ(ঈদ-উল-জুহা)(ঈদ-উল-আধা)

৩১ জুলাই- কের পূজা

এছাড়াও নিয়মিত ছুটির তালিকাটি হল____

৪ জুলাই- রবিবার

১০ জুলাই- মাসের দ্বিতীয় শনিবার

১১ জুলাই- রবিবার

১৮ জুলাই- রবিবার

২৪ জুলাই- মাসের চতুর্থ শনিবার

২৫ জুলাই- রবিবার

সাধারণত ব্যাংকে ছুটি সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ছুটির তালিকার উপরে বিশেষভাবে নির্ভরশীল। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি ধারায় ছুটি রাখে। সেগুলি হল- হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস অ্যান্ড রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাংকস ক্লোজিং অফ অ্যাকাউন্টস। তবে এই ১৫ দিনের ছুটির মধ্যে ব্যাংকে গিয়ে কাজ না হলেও অনলাইন পরিষেবা অব্যাহত থাকবে।।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button