Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

১৫ লক্ষের দোরগোড়ায় রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ৩৫

west bengal covid cases : ১৫ লক্ষের দোরগোড়ায় রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ৩৫ - West Bengal News 24

প্রাণঘাতী করোনাভাইরাসের করাল থাবা থেকে ক্রমশই মুক্ত হচ্ছে বাংলা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় হ্রাস পেয়ে ১৬০০’র গণ্ডির নিচে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই করছে।

দৈনিক সংক্রমণ নিম্নমুখী হওয়া যেমন সবস্তি দিচ্ছে, তেমনই অস্বস্তি দিচ্ছে দৈনিক মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হওয়ার পরিসংখ্যান। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩৫ জন। আগের দিন করোনার বলি হয়েছিলেন ৩২ জন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও ৫৩ হাজার ১৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৫৯৫ জনের শরীরে করোনাভাইরাসের নমুনা ধরা পড়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ৩ শতাংশে।

রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫ জনে। করোনার ছোবলে নতুন করে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ৩৫ জন। যার ফলে রাজ্যে মারণ ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৬৭০ জনে।’

প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে জীবন-মৃত্যুর লড়াইয়ে জয়ীদের সংখ্যাও আশার আলো জাগিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ১৪ লক্ষ ৫৯ হাজার ৫১০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭ দশমিক ৪১ শতাংশে। পাশাপাশি সক্রিয় করোনা রোগীর সংখ্যা আরও কমেছে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৬ জনে।’

রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় হ্রাস পেলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় নতুন করে আরও ১৭৬ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। আর করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ১১ জন।

আগের দিন সংখ্যাটি ছিল যথাক্রমে ১৮৬ ও ৯। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মহানগরীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩১ জন আর প্রাণ হারিয়েছেন ৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় অবশ্য দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। কলকাতাস লাগোয়া জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১২৮ জন।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button