খেলা

একটু পরেই বেলজিয়াম-ইতালি মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে?

belgium vs italy euro 2021 : একটু পরেই বেলজিয়াম-ইতালি মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে? - West Bengal News 24

ইউরো চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার দিবাগত রাত ১২।৩০ টায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মোকাবেলা করবে বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বেলজিয়াম ও ইতালি। বেলজিয়াম বর্তমান ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দল হলেও পরিসংখ্যান কথা বলছে চারবারের বিশ্বকাপজয়ী ইতালির পক্ষে। ২২ বারের লড়াইয়ে ১৪ বারই জিতেছে ইতালি। ৪টি ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম, বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।

ইতালি সর্বশেষ দুই বছর ধরে উড়ন্ত ফর্মে আছে। ২০১৮ সালে সর্বশেষ পর্তুগালের কাছে হারের পর হারতে ভুলে গেছে আজ্জুরিরা। এসময় টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের ৮৫ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে রবার্তো মানচিনির দল।

এদিকে বেলজিয়ামও কম নয়। ধারাবাহিক পারফর্ম করেই এক নম্বর অবস্থান ধরে রেখেছে তারা। দলে রয়েছেন লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনদের মত তারকা ফুটবলার যারা মুহুর্তেই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button