প্রযুক্তি

ফেসবুকে অনলাইনে থেকেও যেভাবে অফলাইন দেখাবেন

how to show offline in facebook when i am online : ফেসবুকে অনলাইনে থেকেও যেভাবে অফলাইন দেখাবেন - West Bengal News 24

আপনি ফেসবুকে লগইন করলে আপনার বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা দেখতে পান। ফেসবুকের ‘অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে আপনি কতক্ষণ আগে ফেসবুকে সক্রিয় ছিলেন, তা-ও দেখা যায়। এতে বন্ধুরা বুঝতে পারেন, কখন আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে।

তবে মনে করুন, আপনি কোনো কাজে ফেসবুকে লগইন করেছেন। কিংবা যে কারণেই হোক, ফেসবুকে ঢুঁ মারলেও বন্ধু তালিকার মানুষদের তা জানতে দিতে চান না। সেসব ক্ষেত্রে অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করে রাখা যাবে। তখন অনলাইনে থাকলেও আপনাকে ‘অফলাইন’ দেখাবে। কাজটি দুভাবে করতে পারেন—ওয়েবসাইট থেকে এবং অ্যাপ থেকে।

ওয়েবসাইটে যেভাবে করবেন

  • ফেসবুকে লগইন করুন।
  • ওপরের ডান দিকে ‘মেসেঞ্জার’ আইকনে ক্লিক করুন।
  • ড্রপ-ডাউন মেনু থেকে মেসেঞ্জার লেখার পাশে তিন বিন্দুওয়ালা অপশন আইকনে ক্লিক করুন।
  • এবার ‘টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস’-এ ক্লিক করলে আপনাকে আর অনলাইনে দেখাবে না।

স্মার্টফোনে যেভাবে করবেন

  • স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ খুলুন।
  • ওপরের বাঁ দিকে ‘চ্যাটস’ লেখার পাশে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  • এবার ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ নির্বাচন করুন।
  • ওপরের টগল বোতামটি নিষ্ক্রিয় করে দিলেই আপনাকে আর অনলাইনে দেখাবে না।

পুনরায় অ্যাক্টিভ স্ট্যাটাস চালু করতে চাইলে ওপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করতে হবে। আরেকটি বিষয় হলো, আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখলে আপনারা বন্ধুরা অনলাইনে আছে কি নেই, তা দেখতে পাবেন না।

আরও পড়ুন ::

Back to top button