বলিউড

মুখ ঢেকে ট্রলের শিকার ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানা (ভিডিও)

মুখ ঢেকে ট্রলের শিকার ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানা (ভিডিও) - West Bengal News 24

মডেলিং দিয়ে শুরু করা রশ্মিকা মন্দানা এখন দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ সার্চ দিলে সেখানে রশ্মিকার নাম প্রথমে আসে। আর সেইরশ্মিকাই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার।

এর কারণ তিনি নিজেই। নিজেরই একটি ভুলের কারণে এবার হাসির খোরাকে পরিণত হলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

একটি ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরেননি বলে নিজের হাত দিয়ে মুখ ঢাকছেন রশ্মিকা। সেই মুহূর্তের ভিডিও পাপারাজ্জি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনরা একহাত নিচ্ছেন রশ্মিকার। অনেকের মতে, রশ্মিকা ওভার অ্যাক্টিং করছেন! কেউ তাকে ‘ওভার অ্যাক্টিংয়ের দোকান’আখ্যা দিচ্ছেন। আবার কেউ ‘দুর্বল স্ক্রিপ্টে’ বিষয়টি রাশমিকার অভিনয় বলে তাকে আক্রমণ করেছেন।

ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নামার সময় ভুলে মাস্ক না পরেই হাঁটা শুরু করেন রাশমিকা। বিষয়টি টের পেয়ে তড়িঘড়ি করে হাত দিয়েই মুখ ঢাকার চেষ্টা করেন তিনি। এ সময় তার সহকারী গাড়ির ভেতর থেকে মাস্ক বের করে দেন তাকে।

দেখুন ভিডিওটি –

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য