সংগীত

দ্রুত সেরে উঠছেন কবির সুমন

Kabir Suman : দ্রুত সেরে উঠছেন কবির সুমন - West Bengal News 24

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছিল দুই বাংলার ভক্তদের মনে। কবির সুমন আজ শনিবার জানালেন, তিনি ভালো আছেন। দ্রুত সেরে ওঠছেন।

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত ২৮ জুন সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে ৷ উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি তিনি। তবে এক ফেসবুক পোস্টে সুখবার শোনালেন এই গানওয়ালা। তিনি জানিয়েছেন, ক্রমশ সেরে ওঠছেন।

কভিডসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় এই শিল্পীর। কভিড রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতালে চিকিৎসা শুরু হতে তাঁর জ্বর কমতে থাকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় এই বর্ষীয়ান শিল্পীর। এক ফেসবুক পোস্টে তিনি লেখেছেন, ‘ক্রমশ সেরে ওঠছি। রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকাসেবকবৃন্দ, কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালোবাসা।’

কবির সুমন এক গানের লিরিকে আছে, ‘আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে, হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে’। সেই আগুন জ্বলে ওঠা দেখতেই যেন কবির সুমন আবার ফিরছেন ভক্তদের মাঝে। হাসপাতালে বসে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সেরে ওঠছি। অক্সিজেনের সাহায্য ছাড়াই সারাদিন কাটিয়ে দিলাম।’

আরও পড়ুন ::

Back to top button