জাতীয়

অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় আজ পেট্রলের দাম ১০০.৬২ টাকা

Petrol-Diesel Price Hike : অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি, কলকাতায় আজ পেট্রলের দাম ১০০.৬২ টাকা - West Bengal News 24

পরপর দুদিন ঊর্ধ্বমুখী পেট্রল৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ সারা দেশের একাধিক বড়-ছোট শহরে একশোর ঘর পূর্ণ করেছিল পেট্রল। সেই জায়গা থেকে আবার দাম বৃদ্ধি পেল পেট্রলের। কালকের তুলনায় ঊর্ধ্বমুখী ডিজেলের দামও।

দেখে নেওয়া যাক আজকে দেশের কোথায় পেট্রল কত ( Petrol Price Today)

কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Kolkata)

কলকাতায় গতকালই একশোর ঘর পার করেছিল পেট্রল। লিটারে প্রতি পেট্রলের বিক্রয়মূল্য ছিল ১০১ টাকা ২৩ পয়সা। লিটার প্রতি ৩৯ পয়সা বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবারে পেট্রলের দাম ১০০ টাকা ৬২ পয়সা। প্রতি লিটার ডিজেল ৯২ টাকা ৬৫ পয়সা। লিটার প্রতি দাম বেড়েছে 15 পয়সা।

মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Mumbai)

দেশের বাণিজ্যনগরী অর্থাৎ মুম্বই শহরেও এই নিয়ে টানা দুদিন দাম বাড়ল পেট্রলের। শতক পেরিয়ে গিয়েছিল আগেই। বৃ্হস্পতিবার ফের একবার দাম বৃদ্ধি পেল কালো সোনার। লিটার প্রতি পেট্রলের বিক্রয়মূল্য 106 টাকা 59 পয়সা। সেঞ্চুরির কাছাকাছি ডিজেলও। লিটার প্রতি বিক্রি হচ্ছে ৯৭ টাকা ১৮ পয়সায়। পেট্রলের দামের বৃদ্ধির পরিমাণ ৩৪ পয়সা। ডিজেলের বৃদ্ধির পরিমাণ ৯ পয়সা।

দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Delhi)

কলকাতার পাশাপাশি কাল দিল্লি শহরেও সেঞ্চুরির কোটা পার করেছিল পেট্রল। লিটার প্রতি দাম ছিল ১০০ টাকা ২১ পয়সা। বৃহস্পতিবার লিটার প্রতি দাম বেড়েছে ৩৫ পয়সা। বর্তমানে বিক্রয়মূল্য ১০০ টাকা ৫৬ পয়সা। পেট্রলের দামের নিরিখে সবথেকে পিছিয়ে দিল্লিই। দাম বেড়েছে ডিজেলেরও। লিটার প্রতি ৯ পয়সা বৃদ্ধি পেয়ে ডিজেল এখন ৮৯ টাকা ৬২ পয়সা।

চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price in Chennai)

জ্বালানির মারণ কামড় সুদূর দাক্ষিণাত্যেও। ইডলি ধোসার দেশে আজ পেট্রল ১০১ টাকা ৩৭ পয়সা। আজ দাম বেড়েছে ৩১ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছ ৯ পয়সা।

সুত্র : এই সময়

আরও পড়ুন ::

Back to top button