ভুয়ো কল সেন্টার খুলে শহরে প্রতারণা! পুলিসের জালে ১২, উদ্ধার বহু নথি
করোনা মহামারীর সময় কর্মহীন হয়েছেন বহু মানুষ। এই চাকরির হাহাকারের যুগে এই বিষয়টিকেকেন্দ্র করে সুযোগ নিচ্ছে একদল সুবিধাসন্ধানী। এই দুঃসময় ভুয়ো চাকরির নাম করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসছে। ফের ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে নেমেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেন বেশ কয়েকজনকে।
শহরজুড়ে একের পর এক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ই জুলাই রাতে তিলজলা থানার অন্তর্গত চৌবাগা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান কলকাতা পুলিশের গোয়ান্দা শাখার আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা ফ্ল্যাটে ঢুকতেই দেখতে পান রমরমিয়ে চলছে ওই ভুয়ো কলসেন্টার। সেখানেই কাজ করছেন ১২ জন। তাদের সকলকেই গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইমরোজ খান, মহম্মদ দিলবার আনিস, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজওয়ান, মহম্মদ সোহেল খান, হুজাইফ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সমীর, যোগেশ লাল এবং শশী গুপ্তা। সেই সঙ্গে ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, দুটি ওয়াইফাই রাউটার, একটি সিইএসই বিল এবং বেশ কিছু নথি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের হয়েছে।
সম্প্রতি কলকাতা থেকে সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছিল। ধৃতদের মধ্যে একজন পুলিশের প্রাক্তন কর্মী বলেও জানা গিয়েছে।
সুত্র : এই মুহুর্তে