ঝাড়গ্রাম

লিঙ্ক-সমস্যায় পরিষেবা অমিল, মানিকপাড়া উপ ডাকঘরে তালা

স্বপ্নীল মজুমদার

লিঙ্ক-সমস্যায় পরিষেবা অমিল, মানিকপাড়া উপ ডাকঘরে তালা - West Bengal News 24

ঝাড়গ্রাম: বিএসএনএলের লিঙ্কের সমস্যায় গত চারদিন ধরে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া উপডাকঘরে গ্রাহক পরিষেবার কোনও কাজই হচ্ছে না। প্রতিদিন ওই ডাকঘরে গিয়ে হরয়ান হচ্ছেন গ্রাহকরা।

বার বার বিভাগীয় দফতরে অভিযোগ করেও সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মানিকপাড়া অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের একাংশ ডাকঘরে তালা ঝুলিয়ে দেন। ভিতরে আটকে পড়েন পোস্টমাস্টার রমেশ দাস সহ তিন জন ডাককর্মী। ঘন্টা দু’য়েক আটকে থাকেন তাঁরা। পরে মানিকপাড়া বিট হাউসের পুলিশ গিয়ে বাসিন্দাদের বুঝিয়ে সুঝিয়ে তালা খোলানোর ব্যবস্থা করেন।

ডাকঘর কর্তৃপক্ষের দাবি, অপটিক্যাল ফাইবারের সমস্যার জন্য সোমবার থেকে কোর ব্যাঙ্কিংয়ের লিঙ্ক মিলছে না। সেই কারণেই গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মানিকপাড়া অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘প্রায়ই লিঙ্কের সমস্যায় জন্য গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট টেকনিশিয়ান বদলি হয়ে যাওয়ায় ডাকঘর থেকে নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজও দীর্ঘদিন বন্ধ।’’

জেলার আরও কয়েকটি ডাকঘরেও লিঙ্কের সমস্যায় পরিষেবা দানের কাজ বন্ধ রয়েছে।

মেদিনীরপুর বিভাগের ডাকঘর সমূহের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিএসএনএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দু’-একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে।’’

আরও পড়ুন ::

Back to top button