টলিউডরাজনীতি

রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তনুশ্রী চক্রবর্তী

Tanusree Chakraborty : রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তনুশ্রী চক্রবর্তী - West Bengal News 24

তনুশ্রী চক্রবর্তী। কলকাতার একজন দক্ষ অভিনেত্রী তিনি। মাত্র চার মাসেই রাজনীতির মোহভঙ্গ হলো তার। বিজেপির সঙ্গে সম্পর্কের তার ছিঁড়ল, ফলে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তনুশ্রী চক্রবর্তী।

গেরুয়া শিবিরের হয়ে শ্যামপুর থেকে ভোটে লড়েছিলেন তনুশ্রী। কিন্তু শক্তঘাঁটিতেও পদ্ম ফোটাতে ব্যর্থ হন নায়িকা। পরাজিত হওয়ার মাস দুয়েকের মধ্যেই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তিনি।

রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে তনুশ্রী চক্রবর্তী বলেন, ‘আমি রাজনীতি থেকে সরছি। যে কোনোরকম রাজনৈতিক রঙের বাইরে থাকতে চাই। আমার মনে হয়, রাজনীতিতে থাকতে হলে, এই বিষয়ে বিস্তর পড়াশোনার দরকার’।

তবে তনুশ্রী জানান, রাজনীতির ময়দানে যোগ দেয়া বা ভোটে লড়ার ব্যাপারে তার কোনও আফসোস নেই, ঠিক যেমন পলিটিকস ছেড়ে দেয়া নিয়েও আফসোস নেই। গত কয়েক মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন তিনি।

বর্তমানে একদম অভিনয়ে ডুবে থাকতে চান এমনটাই জানিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।

আরও পড়ুন ::

Back to top button