বিয়ে ঠিক হওয়ার পরও অ’ন্তরঙ্গ ছবি ভাইরাল করার হু’মকি প্রেমিকের!
দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। একান্তে সময়ও কাটিয়েছেন তারা। দুই পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয় তাদের। কিন্তু হঠাৎই বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে প্রেমিকা শিল্পী দাসকে ফোন করে বিয়েতে আপত্তি জানায় প্রেমিক তোতা মহন্ত।
এমনকী একান্তে কাটানো সময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকিও দেয়। ফলে লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেন তরুণী। পরিবার সূত্রে এমনটাই জানা গেছে। আর এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরামে।
প্রেমিক তোতা মহন্ত দক্ষিণ দিনাজপুরেরই হিলি থানার ত্রিমোহিনী থানার লালপুর। আর প্রেমিকা শিল্পী দাসের বাড়ি পতিরামের গোপালবাটি পঞ্চায়েতের কামালপুর গ্রামে। সে বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
জানা গেছে, শিল্পী আত্মহত্যার পর তাকে প্রথমে দেখতে পান পরিবারের লোকজন। বিষয়টি জানাজানি হলে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। এরপর তরুণীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তোতা মহন্তকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র : জি-নিউজ