বলিউড

প্রথম অডিশনের স্মৃতিচারণ করলেন ভিকি

Vicky Kaushal : প্রথম অডিশনের স্মৃতিচারণ করলেন ভিকি - West Bengal News 24

বলিউড অভিনেতা ভিকি কৌশল। ধীরে ধীরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন। সম্প্রতি নিজের প্রথম অডিশন নিয়ে স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

শনিবার (১০ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ভিকি। এতে দেখা যায়, ২০১২ সালের ১০ জুলাই অডিশনটি হয়েছে। ছবিতে সাদা টি-শার্ট পরা ভিকির কাঁধে ব্যাগ। দুই হাত দিয়ে সাদা বোর্ড ধরে আছেন, এতে তার তথ্য লেখা।

ছবির ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘আজ। ৯ বছর আগে। শুকুর।’

নীরাজ গোস্বামীর ‘মাসান’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান ভিকি। এরপর ‘রাজি’, সাঞ্জু’, ‘রাঘব রমন টু পয়েন্ট জিরো’, ‘লাস্ট স্টোরিস’, ‘মানমর্জিয়া’ সিনেমায় অভিনয় করেন। তবে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান। এই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভিকি।

বর্তমানে ভিকির ঝুলিতে কয়েক সিনেমা রয়েছে। সর্দার উদাম সিংয়ের বায়োপিকে দেখা যাবে তাকে। এছাড়া ‘তখত’, ‘স্যাম বাহাদুর’, ‘দ্য ইমমর্টাল আশ্বত্থামা’ ও ‘মিস্টার লেলে’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button