বিচিত্রতা

২৪ বছরে ৫ লাখ কিমি মোটরসাইকেল চালিয়ে খুঁজে পেলেন ছেলেকে

২৪ বছরে ৫ লাখ কিমি মোটরসাইকেল চালিয়ে খুঁজে পেলেন ছেলেকে - West Bengal News 24

এক চীনা নাগরিক অপহৃত সন্তানের খোঁজে ২৪ বছর ধরে দেশের ৫ লাখ কিলোমিটার ভ্রমণ করেছেন। অবশেষে পিতা-পুত্রের মিলন হলো।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, গাউ গ্যাংট্যাং-এর ছেলের বয়স তখন দুই বছর। একদিন শানডং প্রদেশের বাড়ির সামনে থেকে তাকে দুই মানব পাচারকারী ধরে নিয়ে যায়।

এ ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও হয়। যেখানে অভিনয় করেন হংকং-এর সুপারস্টার অ্যান্ডি লাউ।

চীনের গ্লোবাল টাইমস জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমের গ্যাংটং-এর ছেলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

মূলত বিক্রির উদ্দেশেই ট্যাং নামের এক নারী বাড়ির উঠান থেকে শিশুটিকে তুলে নেয়। তার প্রেমিক হু অপেক্ষা করছিল বাস স্টেশনে। এরপর তারা পার্শ্ববর্তী হেনান প্রদেশে নিয়ে শিশুটিকে বিক্রি করে দেয়। ওই প্রদেশেই গাউ তার ছেলেকে খুঁজে পান।

তিনি বলেন, ছেলেকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবকিছু আনন্দময়।

২৪ বছরে ৫ লাখ কিমি মোটরসাইকেল চালিয়ে খুঁজে পেলেন ছেলেকে - West Bengal News 24

১৯৯৭ সালে ছেলে নিখোঁজ হওয়ার পর দেশের ২০টির বেশি প্রদেশে মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করেন গ্যাংটং। এ সময় দুর্ঘটনায় হাড় ভেঙেছে, এমনকি সড়কে ডাকাতির মুখে পড়েন। ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছেলের ছবি নিয়ে একের পর এক প্রদেশে গেছেন। কখনো ব্রিজের নিয়ে ঘুমিয়েছেন। টাকার অভাবে ভিক্ষাও করেছেন।

এ সময় চীনের হারিয়ে যাওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করা একটি সংস্থার সদস্য হিসেবে বেশ পরিচিতি পান তিনি। হারিয়ে যাওয়া সন্তানের সঙ্গে পুনর্মিলনে কমপক্ষে ৭টি পরিবারকে সাহায্য করেন।

গাউ-এর সন্তান ফিরে পাওয়ার খবর চীনের সোশ্যাল মিডিয়ায় ভীষণ সাড়া জাগিয়েছে। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শিশু অপহরণ চীনে বড় একটি সমস্যা। প্রতি বছর দেশটিতে হারিয়ে যায় হাজার হাজার শিশু।

২০১৫ সালের এক হিসাবে বলা হয়, প্রতিবছর ২০ হাজার শিশু অপহরণের শিকার হয়। যাদের বেশির ভাগ দেশ-বিদেশে দত্তক হিসেবে বিক্রি হয়।

আরও পড়ুন ::

Back to top button