মা হলেন দিয়া মির্জা, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ অভিনেত্রীর
পুত্র সন্তানের জন্ম দিলেন দিয়া মির্জা (Dia Mirza)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের কাছে সেই খবর পৌঁছে দেন দিয়া।
অভিনেত্রী জানান, গত ১৪ মে তিনি মা হয়েছেন। তবে শারীরিক জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই তাঁর সিজার করা হয়। প্রিম্যাচিওর হওয়ায়, হাসপাতালের আইসিইউতেই চলছিল দিয়া এবং বৈভবের (Vaibhav Rekhi ) ছেলের দেখভাল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই কারণে তিনি অনুরাগীদের সঙ্গে খবর শেয়ার করছেন বলে জানান দিয়া।
💖🙏🏻💖 pic.twitter.com/iL6ioUGc15
— Dia Mirza (@deespeak) July 14, 2021
বলিউড অভিনেত্রী আরও জানান, বৈভব এবং তাঁর সন্তানের নাম অভ্যয়ন আজাদ রেখি (Avyaan Azaad Rekhi)। দিয়া মির্জার ওই পোস্ট দেখে তাঁর অসংখ্য অনুরাগী শুভেচ্ছা জানান। দিয়া, বৈভব এবং অভ্যয়ন যাতে সুস্থ থাকেন, সেই প্রার্থনাও করেন প্রত্যেকে।
চলতি বছর মুম্বইয়ের (Mumbai) ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া মির্জা। পরিবার এবং বন্ধুদের হাজিরায় দুজনে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের পরপরই মালদ্বীপে হানিমুনে গিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন দিয়া মির্জা।
সূত্র : লেটেস্ট লি