মালদা

সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে - West Bengal News 24

দুঃস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল-গম চুরি করে নিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ উঠল মালদার রতুয়া সামসি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও বিজেপির ষড়যন্ত্রেই ওই ত্রাণ চুরি গিয়েছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।

গ্রাহকদের একাংশের অভিযোগ, গত তিন বছর ধরে দুঃস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল ও গম কেউ পান না। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান শ্রবণ কুমার দাস ওই চাল-গম মৃত ব্যক্তিদের নামে তুলে নিচ্ছেন। এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানই শুধু নয়। এই দুর্নীতির নেপথ্যে রয়েছে ভোটে তৃণমূল দলটাই। যদিও তা অস্বীকার করে পাল্টা বিজিপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল। তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের দাবি, ‘এই দুর্নীতির নেপথ্যে রয়েছে বিজেপির ষড়যন্ত্র।’

ইতিমধ্যেই রতুয়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে প্রধানের বিরুদ্ধে। মালদার জেলাশাসক জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button