নিজের যোগ্যতাতেই বলিউডে অবস্থান তৈরি করেছেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল
অভিনেতা পরেশ রাওয়াল। বলিউডের একজন শক্তিমান অভিনেতা তিনি। অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় তাকে দেখা গেছে।
বাবার পথ ধরে বলিউডে কাজ করছেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। তবে নিজের যোগ্যতাতেই তার অবস্থান তৈরি করেছেন। অন্য তারকা সন্তানদের মতো বাবার সাহায্য প্রয়োজন হয়নি। এমনটাই জানিয়েছেন পরেশ রাওয়াল।
এই অভিনেতা বলেন, ‘আমার ছেলেকে বলিউডে সুযোগ করে দিইনি। কারণ আমার কাছে সেই পরিমাণ অর্থও নেই। ছেলেকে সুযোগ দিতে গেলে মোটা অঙ্কের অর্থ প্রয়োজন হয়। নিজের পরিশ্রমেই আদিত্য তার জায়গা করে নিচ্ছে। হ্যানসাল মেহতার সঙ্গে কাজে করবে। তার কাজই তাকে আরো কাজ পাইয়ে দিচ্ছে। বাবার সুপারিশ তার দরকার হয় না।’
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্ক্রিপরাইটিং নিয়ে পড়াশোনা করেছেন আদিত্য। লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল অব পারফর্মিং আর্টস-এ অভিনয় নিয়ে কোর্সও করেছেন।
চিত্রনাট্যকার হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন আদিত্য। সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুর অভিনীত ‘পানিপথ’ সিনেমায় সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ‘বামফাড়’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। হ্যানসাল মেহতার সিনেমায় দেখা যাবে তাকে।