ক্রিকেট

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হেরেও ইতিহাস গড়লেন লিয়াম লিভিংস্টোন, আফ্রিদিদের তুলোধোনা করে ৪২ বলে সেঞ্চুরি! (ভিডিও)

Liam Livingstone : পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হেরেও ইতিহাস গড়লেন লিয়াম লিভিংস্টোন, আফ্রিদিদের তুলোধোনা করে ৪২ বলে সেঞ্চুরি! (ভিডিও) - West Bengal News 24

কুড়ি ওভারের ম্যাচে বাবর-রিজওয়ানের ৮৭ বলে দেড়শ রানের জুটিতে ২৩২ রান তোলে পাকিস্তান।

আর সেই রান তাড়া করতে নেমে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

ব্যক্তিগত ২ রানে জীবন পেয়ে তার নিজের সব প্রতিভা নিংড়ে দিলেন।

শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ আর শাদাব খানকে তুলোধোনা করে ১৭ বলেই হাঁকালেন ফিফটি। এ যেন কঙ্গোর লিভিংস্টোন জলপ্রপাত!

এরসঙ্গে ইংল্যান্ডের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডে নিজের নাম তুললেন সবার ওপরে। পেছনে ফেললেন এইউন মরগ্যানকে।

২০১৯ সালে নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মরগ্যানের সেই রেকর্ডকে দ্বিতীয়তে নামালেন লিভিংস্টোন।

লিভিংস্টোনের জলপ্রপাতের ঢল এখানেই থামেনি। এরপর আরো ২৪টি বল মোকাবিলা করে বাকি ৫০ রানও যোগ করেন।

অর্থাৎ ৪২ বলেই টি-টোয়েন্টিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন লিভিং, যা আরো একটি বিশ্বরেকর্ড।

এবার তিনি পেছনে ফেললেন মারকুটে ইংলিশ ব্যাটসম্যান দাভিদ মালানকে। এই নেপিয়ারেই ৪৮ বলে তিন অংকের ফিগারে পৌঁছে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মালান। এবার তার থেকে ৬ বল কম খেলে রেকর্ডটি নিজের করে নিলেন লিভিংস্টোন।

অথচ ইনিংসের শুরুতে হারিস রউফের বলে মোহাম্মদ হাসনাইনকে ক্যাচ দেন লিভিংস্টোন। সে ক্যাচ লুফে নিতে পারেননি হাসনাইন। তা ছক্কায় পরিণত হয়। ওই মারের সময় লিভিংস্টোনের রান ছিল মাত্র ২।

৬টি বাউন্ডারি আর ৯টি ছক্কায় সেঞ্চুরিকে সাজিয়েছেন লিভিংস্টোন।

লিভিংস্টোনের এই জোড়া রেকর্ড অবশ্য ম্যাচ জেতাতে পারেনি। বাকিরা কেউ রান না পাওয়ায় পাকিস্তানের ২৩২ রান ডিঙাতে পারেনি তার দল। ২০১ রানেই থেমে যায়।

লিভিংস্টোনের দ্রুততম সেঞ্চুরিটি দেখুন –

আরও পড়ুন ::

Back to top button