রাজনীতিরাজ্য

লোকসভায় নিশীথের নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ

লোকসভায় নিশীথের নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ - West Bengal News 24

বেশ কয়েকদিন ধরে তর্ক তুঙ্গে এ বাংলায় । প্রশ্ন উঠেছে নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে । এর বেশ খানিকটা উস্কে দিয়েছেন কোচবিহারের তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তৃণমূলের দাবি নিশীথ নাকি দাবি করেছিলেন যে তিনি রাজবংশী । রাজবংশীরা চিরকালই ভারতের নাগরিক এবং এদের গোষ্ঠী আদি এপার বাংলার অধিবাসী বলেই ধারণা ।

কিন্তু এক বিজ্ঞপ্তি দ্বারা জানা গিয়েছে যে, নিশীথ প্রামানিক বাংলাদেশের নাগরিক । ফলে এই নিয়ে ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মন্ত্রী ও মুখপাত্র ব্রাত্য বসু নিশীথের নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ।

আজ লোকসভায় এই ঘটনা নিয়ে তোলপাড় করে তৃণমূল এবং তাদের সমর্থন করে কংগ্রেস । বহুক্ষণ এই নিয়ে চলতে থাকে বাকবিতন্ডা । অন্যদিকে বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু জানিয়েছেন, নিশীথ হিন্দু সুতরাং ভারতীয় নাগরিক । কার্যত স্বরাষ্ট্র উপমন্ত্রী নিশীথ নিয়ে যে আরও জল ঘোলা হবে তা বলাই বাহুল্য

সুত্র : ক্যালকাটা নিউজ

আরও পড়ুন ::

Back to top button