আন্তর্জাতিক

বাগদাদে ব্যস্ত মার্কেটে বোমা হামলায় নিহত ২৫, আহত ৬৬

Blast In Iraq : বাগদাদে ব্যস্ত মার্কেটে বোমা হামলায় নিহত ২৫, আহত ৬৬ - West Bengal News 24

ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬৬ জন। সোমবার রাজধানীর উত্তরাঞ্চলে সদর শহর এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। মার্কেটে তখন মানুষজন ঈদুল আজহার কেনাকাটা করছিলেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। এই ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। তবে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস)-এর নাম থাকবে।

হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সোমবার আল-উহাইলিয়াত মার্কেটে এই বোমা হামলা হয়। অনেক দোকানে আগুন লেগেছে।

ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি মার্কেট এলাকার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পুলিশ রেজিমেন্টের কমান্ডারকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

বোমা হামলার ঘটনায় একটি তদন্তও শুরু হয়েছে বলে জানান মুখপাত্র।

২০১৭ সালের শেষ দিকে ইরাকি সরকার সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়। কিন্তু গোষ্ঠীটির স্লিপার সেলগুলো ছোট ছোট হামলা অব্যাহত রেখেছে।

এপ্রিলে সদর শহরের অপর একটি মার্কেটে কারবোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএস। ওই হামলায় চারজন নিহত হয়। জানুয়ারিতে তায়রান স্কয়ারে দুটি আত্মঘাতী হামলারও দায় স্বীকার করেছে তারা। এতে প্রাণহানি হয়েছিল ৩২ জনে। গত তিন বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলা।

আরও পড়ুন ::

Back to top button