দঃ ২৪ পরগনা

মহেশতলার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, আহত ৫ শ্রমিক

মহেশতলার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, আহত ৫ শ্রমিক - West Bengal News 24

মহেশতলায় ডাকঘর এলাকায় রাসায়নিক তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রায় ভস্মীভূত কারখানার একাংশ। ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকলের ছটি ইঞ্জিন। আগুনের জেরে রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে বিপত্তি হয়।

বিস্ফোরণে আহত হন পাঁচ জন কর্মী। তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে বারোটা নাগাদ ওই কারখানায় জ্বালানি তেলের কয়েকটি ড্রামে আগুন লেগে যায়। ড্রাম ফেটে সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সেইসময় কারখানাতে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। এরপর আগুন ভয়াবহ রূপ নেয়। লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ ও দমকল বাহিনী।

দমকল সূত্রে খবর, কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক ও তেল মজুত করা ছিল। তার ফলে আগুন দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন ::

Back to top button