বড় পর্দায় আসতে চলেছেন ‘বিগ বস’ জয়ী রুবিনা
রুবিনা-ভক্তদের জন্য সুখবর! বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমজয়ী টিভি তারকা রুবিনা দিলেকের এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক-সুরকার পলাশ মুছলের ‘অর্ধ’ সিনেমায় অভিনয় করতে চলেছেন রুবিনা দিলেক। এর মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে পলাশেরও। এতে আরও অভিনয় করবেন হিতেন তেজওয়ানি ও রাজপাল যাদব। এ বছরের সেপ্টেম্বরে সিনেমাটির শুট হতে পারে।
RUBINA DILAIK MAKES BIG SCREEN DEBUT… Music composer #PalaashMuchhal – who turns director with #Ardh – has signed #RubinaDilaik for the film… #Palaash has also signed #HitenTejwani for the project… #Ardh stars #RajpalYadav… Filming starts Sept 2021. @Palash_Muchhal pic.twitter.com/Lla40JUNj8
— taran adarsh (@taran_adarsh) July 18, 2021
বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ ও পলাশ মুছল টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
All set to start my next 🎥 🧿 @rajpalofficial Ji #direction #film pic.twitter.com/SDn0wGXREq
— Palash Muchhal (@Palash_Muchhal) June 2, 2021
টিভি অঙ্গনের সুপরিচিত মুখ রুবিনা দিলেক। তিনি বর্তমানে ‘শক্তি—অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকে সৌম্য সিংহের ভূমিকায় কাজ করছেন। ‘ছোটি বহু’ ধারাবাহিকে রাধিকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন রুবিনা। বিগ বসের ঘরে তিনি ও তাঁর স্বামী অভিনব শুক্লার কার্যক্রমও টিভি দর্শকের নজর কেড়েছিল।